breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খেলে যৌনজীবনে উদ্দীপনা আসে। ইউনিভার্সিটি অব টেক্সাসের এক দল গবেষক নতুন এক গবেষণায় এ তথ্য জানান।

ওই বিশ্ববিদ্যালয়ের হেলথ সায়েন্স সেন্টার এর প্রফেসর এবং প্রধান গবেষক ডেভিড এস লোপেজ বলেন, পুরুষদের মাঝে যৌন উত্তেজনার অভাব দেখা যায় স্থূলতা, বাড়তি ওজন এবং মানসিক চাপের কারণে। এ সমস্যাকে 'ইরেকটাল ডিসফাংশন (ইডি)' বলা হয়। এ সকল পুরুষ দিনে তিন কাপ কফি খেলে দারুণ উপকার পেতে পারেন।

লোপেজ বলেন, তবে ডায়াবেটিস রয়েছে এমন পুরুষদের ক্ষেত্রে কফি পান করে কোনো ফলাফল পাওয়া যায়নি। কারণ ইডি সমস্যার ক্ষেত্রে ডায়াবেটিস অন্যতম কারণ।

লোপেজ আরো জানান, ক্যাফেইন কয়েক ধাপ  ফার্মাকোলোজিক্যাল প্রভাব সৃষ্টি করে। এতে পেনাইল হেলিসিন আর্টেরিস এবং ক্যাভারনসের মসৃণ পেশিতে রক্ত সঞ্চালিত হয়। এতে উত্তেজনা সৃষ্টি হয়।

গবেষণায় দেখা যায়, যে সকল পুরুষ দিনে ৮৫ থেকে ১৭০ মিলিগ্রাম কফি পান করেছেন, তাদের ৪২ শতাংশ যৌন উত্তেজনায় নিষ্ক্রিয়তা অনুভব করেননি। আর যারা দিনে ১৭১ থেকে ৩০৩ মিলিগ্রাম কফি পান করেছেন তাদের ৩৯ শতাংশ এ সমস্যায় পড়েননি।

ইউএস ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে থেকে এ গবেষণার তথ্য সংগৃহীত হয়। 'পিএলওএস ওয়ান' জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply