breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
অনেকেরই দীর্ঘসময় ভিডিও গেইমস খেলে থাকেন। দীর্ঘ সময় ধরে ভিডিও গেইমস খেলার কারণে স্নায়ুবিক সমস্যা যেমন আলসাইমার’স রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।

গবেষকরা জানান, অতিরিক্ত ভিডিও গেইমস খেললে কমিয়ে দিতে পারে মস্তিষ্কের ‘হিপোক্যামপাস’য়ের কার্যক্ষমতা, যা স্মৃতি গঠন এবং বিশেষ দিক-নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গবেষণায় দেখা যায়, ভিডিও গেইমস খেলোয়াড়রা চোখ দিয়ে দেখার উপর বেশি মনোযোগ দেয়, এটা অনেকটা   দিক নির্দেশনার কৌশল যা মস্তিষ্কের মনে রাখার পদ্ধতি নয় (হিপোক্যামপাস) নয় বরং মস্তিষ্কের প্রতিদান ব্যবস্থার (কডেট নিউক্লিয়াস) সঙ্গে সম্পর্কিত।

কানাডার ইউনিভার্সিটি অফ মনট্রিয়ালের সহকারী অধ্যাপক গ্রেগরি ওয়েস্ট বলেন, যারা দীর্ঘ সময় ধরে ভিডিও গেইমস খেলেন তাদের হিপোক্যামপাসের সম্পূর্ণতা কমে যেতে পারে। যা স্নায়ুবিক রোগের ঝুঁকি বাড়ানো সঙ্গে সম্পর্কিত, যেমন আলসাইমার’স রোগ।

গবেষণার হিসাব অনুযায়ী, ভিডিও গেইমস খেলোয়াড়রা প্রতি সপ্তাহে সমষ্ঠিগতভাবে তিনশ কোটি ঘণ্টা তাদের গেইমিং ডিভাইসের পর্দার সামনে বসে থাকেন। ২১ বছর বয়সি প্রায় সব তরুণই হয়ত ১০ হাজার ঘণ্টা গেইম খেলে সময় পার করেন।

গবেষণার লেখক গ্রেগরি ওয়েস্ট জানান, এক দশকেরও বেশি সময় ধরে গবেষণায় দেখা গেছে ‘অ্যাকশন’ গেইমাররা দেখার ক্ষেত্রে মনোযোগ বেশি দেয়। আর আমাদের সাম্প্রতিক গবেষণা এই ধারণা আবারও দৃঢ় করেছে।

প্রসিডিংস অফ দ্য রয়েল সোসাইটি বি জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। গবেষণাটি পূর্ণবয়স্ক একদল গেইমারের উপর করা হয়, যারা প্রতি সপ্তাহে কমপক্ষে ছয় ঘণ্টা ভিডিও গেইমস খেলেন।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply