breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
বিদ্যা বালানের স্বভাব যা তাতে করে তিনি সরাসরি কথা বলতেই পছন্দ করেন। বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রি জানালেন বিবাহিত হলেও পুরুষদের মনোযোগকে তিনি উপভোগ করেন।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান তাঁর প্রতি পুরুষের মনোযোগকে কিভাবে দেখেন- এমন প্রশ্নে বলেন, আমি যেভাবে পরিচালনা করতে পারি; সেভাবেই পুরুষের মনোযোগকে উপভোগ করি। বিবাহিত হওয়ার কারণে আমি পুরুষের আকর্ষণকে ওইভাবে উপভোগ করি না যে লোকে আমাকে ভণ্ড বলুক। আমি এটা উপভোগ করি। আমার ধারণা, সবসময় এটা করে যেতে পারবো।
কথাবার্তায় সততা রয়েছে বিদ্যার। সিদ্ধার্থ রয় কাপুরের সাথে ৩ বছর সংসার করার পর আজও তা বদলায়নি। খুব শিগগির সন্তান নেওয়ার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের বিষয়গুলো সবসময় পরিকল্পনা নিয়ে হতে পারে না। তবে, সেসময় খুব বেশি দেরি নয়।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply