breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এমবিএ ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আইবিএ‘র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমবিএ ভর্তিচ্ছুকরা আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। www.iba-du.edu অথবা http://iba.teletalk.com.bd ওয়েবসাইটে ভর্তির আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

যেকোনো বিভাগের অনার্স পাস শিক্ষার্থী আইবিএর এমবিএ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে বলো হয়েছে। যোগাযোগের ঠিকানা –এমবিএ প্রোগ্রাম অফিস ( রুম # ২১৮, দ্বিতীয় তলা, আইবিএ)। 

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য ০১৭৬৪-১১৯০০১ অথবা ০১৭৬৪-১১৯০০২ এই নাম্বারে কল করে জানা যাবে। শুক্রবার ছাড়া যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply