breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদেরদের 'বাস্টার্ড' বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে ওসমানী হাসপাতালে রজতসহ হামলায় অন্যান্য আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের একটি গ্রুপের হামলায় আহত হন রজতকান্তি গুপ্ত এবং মেট্রোলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  লোকমান হোসেন নকিব ও মোহাম্মদ সায়মন মিয়া। 
এদিকে,  রজত কান্তি গুপ্তের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেলে নজরুল অডিটরিয়ামের সামনে মানববন্ধন করে সম্মিলিত নাট্য পরিষদ। হাসপাতাল থেকে অর্থমন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যায় নজরুল অডিটরিয়ামে আসেন। এসময় ক্ষুব্দ নাট্য ও সংস্কৃতিকর্মীরা বৃহস্পতিবারের হামলার ঘটনায় প্রতিবাদী প্লে কার্ড প্রদর্শন করেন।

«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply