breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
সিলেট মেট্রোপলিটন ইউনিভাসির্টির ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে হামলার শিকার হয়েছেন সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্ত। তিনি সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক। 
আহত রজতের সহকর্মীরা জানিয়েছেন ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের পারভেজ তার ওপর হামলা চালিয়েছেন। 
বৃহস্পতিবার রাত ৮টায় ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের পারভেজ গ্রুপের ৫-৬ জন নেতাকর্মী টিকেট ছাড়া প্রবেশ চেষ্টার সময় বাদানুবাদ করলে তাদের হামলায় ৩ আয়োজক ছুরিকাহত হবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
জানা গেছে, রজতের উপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা তার হাত ভেঙে দিয়েছে। বর্তমানে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার সময়  ছাত্রলীগ কর্মীরা রিকাবিবাজার এলাকায় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply