breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This

আচমকা ধাক্কা দিয়ে যুবতীকে ফেলে দেয় মার্ক। হেঁচকা টান দেয় পরনের পোশাক ধরে। বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন ওই তরুণী। মার্ককে বিরত করার চেষ্টা করে যান। মার্ক বিলিয়ম তখন হিংস্র বাঘের মতোই নখদন্ত বার করে ঝাঁপিয়ে পড়েছে শিকারের ওপর।
কোনও কথা শোনার পাত্র নয়। যে হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন ওই তরুণী, সেই হাতদুটোকে চেপে ধরে বছর ঊনচল্লিশের মার্ক। চেষ্টা করেও ওই তরুণী পারেননি, হাত দুটো ছাড়িয়ে নিতে। নাছোড় মার্ক তখন খেলছে পঁচিশের ওই তরুণীর শরীর নিয়ে। নারী শরীরের চড়াই-উতরাই ভেঙে ক্রমশ নীচে নেমে আসছে তার লোভাতুর দৃষ্টি। এর মধ্যেই মার্ককে বাগে পেয়ে যান তরুণী।
দু-পায়ের ফাঁকে ফেলে, মার্কের ঘাড় চেপে ধরেন এই ব্রিটিশ তরুণী। সেই পায়ের ফাঁদ কেটে বেরোতে আপ্রাণ চেষ্টা করে যায় মার্ক। আরও চেপে ধরেন তরুণী। নিস্তেজ হয়ে আসে মার্ক। শেষপর্যন্ত পায়ের চাপেই প্রাণ যায় ধর্ষকেরর। গত বছরের আগস্টের ঘটনা। তরুণীর এমন সাহস দেখে অভিভূত আদালত শাস্তি নয়, এদিন তাঁকে পুরস্কৃতই করেছে।
৩১ আগস্টের রাত। ঘড়িতে দুটো হবে। ব্রিটেনের রাস্তা ধরে হেঁটেই বাড়ি ফিরছিলেন বছর পঁচিশের ওই তরুণী। হঠাত্‍‌ পথ আগলে দাঁড়ায় মার্ক বিলিয়ম। তার সঙ্গে সেক্স করার জন্য সরাসরি প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ফিরিয়ে, নিজের মতো পথ চললে, মার্ক তাঁকে চ্যাংদোলা করে তুলে নেয়।
জনমানবহীন রাতের রাস্তা আরও বেপরোয়া করে তোলে মার্ককে। রাস্তার পাশেই পাঁচিল ঘেরা পার্ক। তরুণীকে সেই পার্কের পাঁচিলের ওপাশে ফেলে, মার্ক নিজেও লাফ মারে। এর পর, রীতিমতো হুমকি দেয় তরুণীকে। পরনের জামাকাপড় খুলে দিতে উদ্যত হয়। তরুণী তাতে বাধা দিলে, এক ধাক্কায় তাঁকে ফেলে দিয়ে, চেপে ধরে মার্ক।
তরুণী যে বক্সার, নিজেকে সুরক্ষিত রাখার কৌশল হিসেবে দু-বছর ধরে বক্সিং শিখেছেন, মার্কের তা অবশ্য জানা ছিল না। জানলে, এমন দুঃসাহসী হয়ে ধর্ষণ করতে উদ্যত হতো কি না, সন্দেহ। ব্রিটেনের গ্লুস্টার ক্রাউন আদালতে এই মামলাটি উঠলে, তরুণী বিচারককে জানান, আমি নানা ভাবে প্রতিহত করার চেষ্টা করেছিলাম।
কিন্তু, মার্ক কোনও কথা শোনেনি। নিজেকে রক্ষা করতে দু-পায়ের ফাঁকে ওর ঘাড়টাকে শক্ত করে চেপে ধরি। তাতেই ও শ্বাসরোধ হয়ে মারা যায়। তরুণীর এই সাহসীকতার পরিচয় পেয়ে অভিভূত আদালত। কোনও শাস্তি নয়, বরং পুরস্কার হিসেবে তাঁকে ৫০০ পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন বিচারক।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply