breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
৭৫ বছর বয়সে মারা গেছেন কুয়েতের সবচেয়ে ধনী ব্যবসায়ী জসিম আল-খোরাফি। তিনি দীর্ঘ এক দশক দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তার পারিবারিক সূত্রের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
দেশটির সংবাদমাধ্যম জানায়, তুরস্কে ব্যক্তিগত সফর থেকে দেশে ফেরার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। 
খোরাফি ১৯৯৯-২০১১ সাল পর্যন্ত কুয়েতের পালার্মেন্টের স্পিকার এবং ১৯৮৫-৮৬ সাল পর্যন্ত দেশটির অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। 
খোরাফি ও তার ভাইবোন পিতা মোহাম্মেদ আল-খোরাফির কাছে থেকে উত্তরাধিকার সূত্রে বিপুল ধন-সম্পদের মালিক হন। তাদের পিতা ১৯৫৬ সালে আল-খোরাফি গ্রুপ প্রতিষ্ঠা করেন। 
খোরাফি পরিবারের ব্যবসা মূলত আর্থিক, টেলিযোগাযোগ এবং শিল্প খাত নির্ভর এবং এখন তাদের সম্পদের পরিমাণ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি বলে ধারণা করা হয়।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply