breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্যে নতুন কোনও অধিনায়ক চায় না বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিমই অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

বিসিবি সভাপতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের বিরুদ্ধে সিরিজের আগে কোনও পরিবর্তন আনা প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, চলকি বছরের শেষের দিকে আমাদের একটি সমাধানে আসতে হবে। আমরা মনে করি, একজন খেলোয়াড়ের পক্ষে ব্যাট করা আবার অধিনায়ত্ব করা খুবই চাপের। সারাদিন উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ও ব্যাটে লম্বা ইনিংস খেলাও অনেক কঠিন।

তিনি বলেন, আমরা তার উপর থেকে বোঝা কমিয়ে দিতে চায়। কিন্তু আমরা সেটি কীভাবে করব সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে তাকে দুটি দায়িত্বের মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে। হয় অধিনায়কের দায়িত্ব নিতে হবে। না হয় উইকেটরক্ষকের দায়িত্ব নিতে হবে। তবে আমরা যেকোনও পদক্ষেপ নেয়ার আগে তার সঙ্গে আলোচনা করব।

গত বছরের সেপ্টেম্বরে বিসিবি বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহ-অধিনায়ক ঘোষণা করে। আর সীমিত ওভারের ক্রিকেটে মাশরাফিকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করা হয়।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর মুশফিককে নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। এর মধ্যে তাকে অধিনায়ক রাখা হবে কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের কোনও ব্যাটসম্যানই কোনও ইনিংসে ভালো খেলতে পারেনি। এমনকি বলেও তেমন সাফল্য দেখাতে পারেনি।
«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply