breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
 বব হিউইট দক্ষিণ আফ্রিকার এই টেনিস তারকা। তার ক্যারিয়ারে ১৫টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। সেখানে তিনি রীতিমতো টেনিসের কিংবদন্তি। 

এই কিংবদন্তির বয়স এখন ৭৫ বছর। আর এই বয়সে এসে ধর্ষণ ও যৌন নিগ্রহের অপরাধে ৬ বছরের কারাদণ্ড হয়েছে তার। তবে এই অপরাধ তিনি করেছিলেন ১৯৮০-৯০ সালের মধ্যে।

টেনিস থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবে কাজ শুরু করেন বব হিউইট। যখন কোচ ছিলেন তখন অপ্রাপ্ত বয়স্ক একজন ছাত্রীকে ধর্ষণ ও মহিলা কোচকে যৌন নিগ্রহের ঘটনায় আদালত তাকে মার্চ মাসে দোষি সাব্যস্ত করে। অবশেষে সোমবার তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারক বার্ট বাম বলেন, ‘একজন ভিকটিম তথ্যপ্রমাণাদি উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন তার ১২ বছর বয়সে হিউইট তাকে যৌন নিগ্রহ করে। সাক্ষী ও তথ্য প্রমাণাদির ভিত্তিকে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

বব হিউইটের স্ত্রী অবশ্য ক্ষমা প্রার্থনা করেছেন। জানিয়েছেন হিউইটের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে তাকে যাতে জেল হাজতে প্রেরণ করা না হয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

«
Next

Newer Post

»
Previous

Older Post


No comments:

Leave a Reply