breaking

clean-5

clean-5

clean-5

clean-5

Share This
সিলেটে জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় ৫ নারীর হাতে সম্মাননা পুরস্কার প্রদান করে সম্পত্তিতে মেয়েদের সম অধিকার প্রতিষ্ঠার আহবান জানান অর্থমন্ত্রী।
শুক্রবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিভাবকদের প্রতি আহবান জানান, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দেয়ার জন্য অনুরোধ করেন।
সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারী শিক্ষায় বিশ্বের কাছে বাংলাদেশে একটি মডেল। নারী উন্নয়নের ক্ষেত্রে আমরা উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করে চলেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে চলেছে।
পরে ৫ জয়িতার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন-অর্থমন্ত্রী। তারা হলেন-অর্থনৈতিক উন্নয়নে রোকসানা চৌধুরী(মৌলভীবাজার), শিক্ষায় হোসনে আরা বেগম (মৌলভীবাজার), সফল জননী হাজেরা খাতুন (সুনামগঞ্জ), নির্যাতন টপকে সাফল্য জাহানারা বেগম (বিয়ানীবাজার) এবং সমাজসেবায় শেফালী রাণী দাস (হবিগঞ্জ)।
«
Next

Newer Post

»
Previous

This is the last post.


No comments:

Leave a Reply